Title (Indic)মোর মরনে তোমার হবে জয় Workunknown LanguageBengali Credits Role Artist Music Dinendranaath thaakur Performer Joyoti Chakrabarti Writer Rabindranath Tagore LyricsBengaliমোর মরণে তোমার হবে জয়। মোর জীবনে তোমার পরিচয় ॥ মোর দুঃখ যে রাঙা শতদল আজ ঘিরিল তোমার পদতল, মোর আনন্দ সে যে মণিহার মুকুটে তোমার বাঁধা রয় ॥ মোর ত্যাগে যে তোমার হবে জয়। মোর প্রেমে যে তোমার পরিচয়। মোর ধৈর্য তোমার রাজপথ সে যে লঙ্ঘিবে বনপর্বত, মোর বীর্য তোমার জয়রথ তোমারি পতাকা শিরে বয় ॥ Englishmor marṇe tomār habe jaẏ| mor jībne tomār parichaẏ || mor duḥkh ye rāṅā śhatdal āj ghiril tomār padtal, mor ānand se ye maṇihār mukuṭe tomār bām̐dhā raẏ || mor tyāge ye tomār habe jaẏ| mor preme ye tomār parichaẏ| mor dhairy tomār rājpath se ye laṅghibe banaparbat, mor bīry tomār jaẏarath tomāri patākā śhire baẏ ||