Title (Indic)আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন WorkDeya Neya Year1963 LanguageBengali Credits Role Artist Music Shamol Mittra Performer Shamol Mittra Writer Gouriproshonno Majumdar LyricsBengaliআমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ঐ চোখে সাগরের নীল আমি গাইছি গান গাইছি বুঝি মনে মনে হয়ে গেল মিল।। কবরীতে ঐ ঝর ঝর কনকচাঁপা না বলা কথায় থর থর অধর ফাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল।। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা যেন এ হৃদয় রামধনু খুশীতে মাখা তাই কি গানে সুরে আজ ভরে আমায় রিনিকি।। Englishāmi cheẏe cheẏe dekhi sārādin āj ai chokhe sāgrer nīl āmi gāichhi gān gāichhi bujhi mane mane haẏe gel mil|| kabrīte ai jhar jhar kanakchām̐pā nā balā kathāẏ thar thar adhar phām̐pā| tāi ki ākāśh halo āj āloẏ āloẏ jhilmil|| ei yen naẏ go pratham tomāẏ ye kat dekhechhi sbapner tuli diẏe tāi tomār se chhabi em̐kechhi maumāchhi āj gungun dolāẏ pākhā yen e hṛdaẏ rāmadhnu khuśhīte mākhā tāi ki gāne sure āj bhare āmāẏ riniki||