You are here

Jeeban khaataar prati paataay

Title (Indic)
জীবন খাতার প্রতি পাতায়
Work
Year
Language
Credits
Role Artist
Music Shamol Mittra
Performer
Writer Gouriproshonno Majumdar

Lyrics

Bengali

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখ হিসাব-নিকাশ
কিছুই রবে না

লুকোচুরির এই যে খেলায়
প্রাণের যত দেয়া-নেয়া
পূর্ণ হবে না।।

কন্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে
চোখে দেখে এতো করেও
চেননি কো কভু তারে।

অবহেলায় সরে তবু
আমায় তুমি নাও গো ডেকে
সে তো করবে না।।

যে আঁখি গয়না খুশী
আকাশ ভরা তারা দেখে
সেই হাসি কাঁচের ঝারে
মোমের বাতি জ্বেলে রেখে।

জানি আমি আমারই নই
এ গান আমার ভালোবাসো
নিজের ভুলে পথের ধূলায়
পরশ মানিক ফেলে আসো

তোমার প্রেমের ঐ ঠিকানায়
দেখে আমায় তবু কি গো
ডেকে লবে না।।

English

jīban khātār prati pātāẏ
yata̮i lekh hisāb-nikāśh
kichhui rabe nā

lukochurir ei ye khelāẏ
prāṇer yat deẏā-neẏā
pūrṇ habe nā||

kanṭh bharā e gān śhune
chhuṭe tumi ele dbāre
chokhe dekhe eto kareo
chenni ko kabhu tāre|

abahelāẏ sare tabu
āmāẏ tumi nāo go ḍeke
se to karbe nā||

ye ām̐khi gaẏanā khuśhī
ākāśh bharā tārā dekhe
sei hāsi kām̐cher jhāre
momer bāti jbele rekhe|

jāni āmi āmāra̮i na̮i
e gān āmār bhālobāso
nijer bhule pather dhūlāẏ
paraśh mānik phele āso

tomār premer ai ṭhikānāẏ
dekhe āmāẏ tabu ki go
ḍeke labe nā||

Lyrics search