Title (Indic)হেই তুমি কি আমায় ভালোবাসো WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Nachiketaa chakrabartee LyricsBengaliহেই তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো, তবে পরোয়া করি না।। আমি সুর্য্যের থেকে ভালোবাসা নিয়ে রাঙাবো হৃদয় তার রং দিয়ে পোষাকী প্রেমের প্রয়োজন বোধ করি না। আমি তোমার জন্য সস্তা প্রেমের নাটুকে নায়ক পারবোনা হতে পারবো না। আমি তোমার জন্য কোনো কুমারের ধার করা গান গেয়ে গায়ক পারবোনা হতে পারবো না। যখন আমার ঘরেতে আঁধার নেই একফোঁটা কেরোসিন।। পাওনাদারের অভিশাপ শুনে জেরবার হয় বুড়োবাপ আমিতো তখন পারবোনা খেতে চাইনিজ বারে চাওমিন, হে। হেই তুমি কি আমায় ঘৃনা করো? যদি ঘৃনা করো, তবে পরোয়া করি না।। আহা বয়ে গ্যাছে সেই ভালোবাসা ধরে বহুকে হারানো স্বপ্নকে ছেড়ে সবাইতো আর নিজেকে বেঁচতে পারেনা! হেই, তুমি কি আমায় ভালোবাসো? আমি তোমার দু’পায়ে আমার চেতনা- স্বাধীনতা সঁপে দিতে পারবো না দিতে পারবো না। আমি তোমার জন্যে, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে তোমার আঁচলে মুখ ঢাকা দিতে পারবো না। আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম।। যেসব মানুষ সেই দাম খোঁজে সবকিছু জেনে সবকিছু বুঝে মুছে দাও যদি আঁচলেতে সেইসব মানুষের ঘাম – হেই, তবেই আমায় পেতে পারো। যদি তাই পারো, তবে পরোয়া করি না।। জেনো তোমার জন্য ধুলোমাখা পথ অপলকে চেয়ে জীবনের রথা – সবকিছু ছেড়ে তুমি কি আসতে পারোনা? Englishhei tumi ki āmāẏ bhālobāso? yadi nā bāso, tabe paroẏā kari nā|| āmi suryyer theke bhālobāsā niẏe rāṅābo hṛdaẏ tār raṁ diẏe poṣhākī premer praẏojan bodh kari nā| āmi tomār jany sastā premer nāṭuke nāẏak pārbonā hate pārbo nā| āmi tomār jany kono kumārer dhār karā gān geẏe gāẏak pārbonā hate pārbo nā| yakhan āmār gharete ām̐dhār nei ekphom̐ṭā kerosin|| pāonādārer abhiśhāp śhune jerbār haẏ bur̤obāp āmito takhan pārbonā khete chāinij bāre chāomin, he| hei tumi ki āmāẏ ghṛnā karo? yadi ghṛnā karo, tabe paroẏā kari nā|| āhā baẏe gyāchhe sei bhālobāsā dhare bahuke hārāno sbapnake chher̤e sabāito ār nijeke bem̐chte pārenā! hei, tumi ki āmāẏ bhālobāso? āmi tomār du’pāẏe āmār chetnā- sbādhīntā sam̐pe dite pārbo nā dite pārbo nā| āmi tomār janye, āmi tomār jany sabkichhu chher̤e tomār ām̐chle mukh ḍhākā dite pārbo nā| āmār chalār pather bām̐kete par̤e jībner dām|| yesab mānuṣh sei dām khom̐je sabkichhu jene sabkichhu bujhe muchhe dāo yadi ām̐chlete seisab mānuṣher ghām – hei, tabei āmāẏ pete pāro| yadi tāi pāro, tabe paroẏā kari nā|| jeno tomār jany dhulomākhā path apalke cheẏe jībner rathā – sabkichhu chher̤e tumi ki āste pāronā?