Title (Indic)এবার আমায় একা থাকতে দাও WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Pintu Bhattacharya LyricsBengaliএবার আমায় একা থাকতে দাও আমি চাই না আগের মত রঙিন হতে জল ভরা দু’টি চোখ ঢাকতে দাও।। আর তো হৃদয় মোর কথায় কথায় ভরবে না অভিমানে নতুন ব্যথায় আমি পদ্মপাতার ’পরে চাই না শিশির সুখের স্বপ্ন দূরে রাখতে দাও ।। আজকে আমার কাছে ফুলের বাহার আর কিছু নয় শুধু ভুলের পাহাড় আমি চাই না আকাশ পারে আলোর মেলা কাজল আঁধারটুকু মাখতে দাও।। Englishebār āmāẏ ekā thākte dāo āmi chāi nā āger mat raṅin hate jal bharā du’ṭi chokh ḍhākte dāo|| ār to hṛdaẏ mor kathāẏ kathāẏ bharbe nā abhimāne natun byathāẏ āmi padmapātār ’pare chāi nā śhiśhir sukher sbapn dūre rākhte dāo || ājke āmār kāchhe phuler bāhār ār kichhu naẏ śhudhu bhuler pāhār̤ āmi chāi nā ākāśh pāre ālor melā kājal ām̐dhārṭuku mākhte dāo||