Title (Indic)আজি ঝড়ের রাতে তোমার অভিসার WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Pankaj mallik LyricsBengaliআজি ঝড়ের রাতে তোমার অভিসার পরানসখা বন্ধু হে আমার॥ আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম– দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥ বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন্ নদীর পারে, গহন কোন্ বনের ধারে গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥ Englishāji jhar̤er rāte tomār abhisār parānaskhā bandhu he āmār|| ākāśh kām̐de hatāśh-sam, nāi ye ghum naẏane mam– duẏār khuli he priẏatam, chāi ye bāre bār|| bāhire kichhu dekhite nāhi pāi, tomār path kothāẏ bhābi tāi| sudūr kon nadīr pāre, gahan kon baner dhāre gabhīr kon andhakāre hatechh tumi pār||