Title (Indic)আষাঢ় WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Music Anaadikumaar dastidaar Performer Debabrat bishbaas LyricsBengaliআষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া। মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া ॥ জয়ধ্বজা ওই-যে তোমার গগন জুড়ে। পুব হতে কোন্ পশ্চিমেতে যায় রে উড়ে, নাচের নেশা লাগল তালের পাতায় পাতায়, হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়। আকাশ হতে আকাশে কার ছুটোছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি– ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নাড়া ॥ Englishāṣhār̤h, kothā hate āj peli chhār̤ā| māṭher śheṣhe śhyāmal beśhe kṣhaṇek dām̐r̤ā || jaẏadhbajā oi-ye tomār gagan jur̤e| pub hate kon paśhchimete yāẏ re ur̤e, nācher neśhā lāgal tāler pātāẏ pātāẏ, hāoẏār dolāẏ dolāẏ śhāler banke mātāẏ| ākāśh hate ākāśhe kār chhuṭochhuṭi, bane bane megher chhāẏāẏ luṭopuṭi– bharā nadīr ḍheuẏe ḍheuẏe ke deẏ nār̤ā ||