You are here

Aasaa yaaoyaar pather dhaare

Title (Indic)
আসা যাওয়ার পথের ধারে
Work
Language
Credits
Role Artist
Music Dinendranaath thaakur
Performer Shreeraadhaa Banerjee
Writer Rabindranath Tagore

Lyrics

Bengali

আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।
যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীন।।

সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে,
মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিল।।

কিছু বা সে মিলনমালায় যুগলগলায় রইবে গাঁথা
কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা।

কিছু বা কোন্‌ চৈত্রমাসে বকুল-ঢাকা বনের ঘাসে
মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন।।

English

āsā-yāoẏār pather dhāre gān geẏe mor keṭechhe din|
yābār belāẏ deb kāre buker kāchhe bājal ye bīn||

surguli tār nānā bhāge rekhe yāb puṣhparāge,
mīr̤guli tār megher rekhāẏ sbarṇalekhāẏ karab bil||

kichhu bā se milanamālāẏ yugalagalāẏ ra̮ibe gām̐thā
kichhu bā se bhijiẏe debe dui chāhnir chokher pātā|

kichhu bā kon‌ chaitramāse bakul-ḍhākā baner ghāse
maner kathār ṭukro āmār kur̤iẏe pābe kon udāsīn||

Lyrics search