Title (Indic)ও গো সাগর ছোট্ট এ চিঠি নিয়ে ভেসে যাও WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Mitali Mukherjee LyricsBengaliও গো সাগর………. ছোট্ট এ চিঠি নিয়ে ভেসে যাও ঢেউ যেমন তীর ছুয়ে ছুয়ে যায় তার মনটাকে তেমনই কাঁপাও।। ঝিনুক যেমন বুকে মুক্তো ধরে রাখে তেমনি করেই রেখেছিল কথার মালা গেথেছিল। সেই কথাগুলো তার মনে করে দাও।। আকাশ যেমন বুকে তাঁরার দেয়াল ধরে তেমনই করেই ধরেছিল প্রেমের সুরভি মেখেছিল। সেই ছবিগুলো তার বুকে এঁকে দাও।। Englisho go sāgar………. chhoṭṭ e chiṭhi niẏe bhese yāo ḍheu yeman tīr chhuẏe chhuẏe yāẏ tār manṭāke temana̮i kām̐pāo|| jhinuk yeman buke mukto dhare rākhe temni karei rekhechhil kathār mālā gethechhil| sei kathāgulo tār mane kare dāo|| ākāśh yeman buke tām̐rār deẏāl dhare temana̮i karei dharechhil premer surbhi mekhechhil| sei chhabigulo tār buke em̐ke dāo||