Title (Indic)কখন ছুটি হয়ে কখন বাজবে সেই ঘন্টা WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Aabdur rauph LyricsBengaliকখন ছুটি হয়ে কখন বাজবে সেই ঘন্টা ছোট্টবেলায় পাঠশালার ঐ শাষণ ভেঙ্গে আনচান করতো যে মনটা।। ছুটি কত না মধুর ছিল ছুটি শুধু ইচ্ছে মত ধুলোয় লুটোপুটি। কানামাছি ভো ভো করে কেঁটেছে সুখের সেই ক্ষণটা।। ভর দুপুরে অনেক দূরে খুজছে পাখি দুষ্ট কিশোর রঙ্গিন সুতায় ঘুড়ছে লাটাই ছুটির ঘোরে চমকে বিভোর ছুটি সেই যে সাধের ছিল ছুটি আর ঘন্টা শুনে শিউরে গেল উঠি জীবনের ছুটি হবে ভাবতে গেলেই কাঁদে উঠে এই মনটা ক-খ-ন ছু-টি হ-য়ে ক-খ-ন বা-জ-বে সে-ই ঘ-ন্টা।। Englishkakhan chhuṭi haẏe kakhan bājbe sei ghanṭā chhoṭṭabelāẏ pāṭhaśhālār ai śhāṣhaṇ bheṅge ānchān karto ye manṭā|| chhuṭi kat nā madhur chhil chhuṭi śhudhu ichchhe mat dhuloẏ luṭopuṭi| kānāmāchhi bho bho kare kem̐ṭechhe sukher sei kṣhaṇṭā|| bhar dupure anek dūre khujchhe pākhi duṣhṭ kiśhor raṅgin sutāẏ ghur̤chhe lāṭāi chhuṭir ghore chamke bibhor chhuṭi sei ye sādher chhil chhuṭi ār ghanṭā śhune śhiure gel uṭhi jībner chhuṭi habe bhābte gelei kām̐de uṭhe ei manṭā ka-kha-na chhu-ṭi ha-ẏe ka-kha-na bā-ja-be se-i gha-nṭā||