Title (Indic)ইচ্ছে করে যাই চলে যাই অচিনপুর WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Uinim LyricsBengaliইচ্ছে করে যাই চলে যাই অচিনপুর যেখানে দুঃখ নেই কষ্ট নেই ঝলমল করে আলো রোদ্দুর….. ইচ্ছে করে হাঁটি এলোমেলো মেঠো পথ ধরে গানের সুরে ছন্দে মাতি ইচ্ছে করে শহর থেকে একটু দুরে ছায়া ঘেরা মোঠো পথ পেড়োলেই ছায়াঘেরা নদী শ্যামল সবুজ বন ইচ্ছে করে দেখি ভরে এই দু’ নয়ন ইচ্ছে করে যাই চলে যাই অচিনপুর যেখানে দুঃখ নেই কষ্ট নেই ঝলমল করে আলো রোদ্দুর….. ক্লান্ত লাগে নগর জীবন কৃত্রিম প্রেমে বিষন্ন এ মন ।। ইচ্ছে করে সাগর পারে সন্ধ্যা বেলা দেখি সূর্যডোবা দেখি বালুকাবেলা জোৎস্না রাতে তারার মেলায় নিমগ্ন একা হেঁটে যাই চলে যাই অনেক দুর যেখানে দুঃখ নেই কষ্ট নেই ঝলমল করে আলো রোদ্দুর….. Englishichchhe kare yāi chale yāi achinpur yekhāne duḥkh nei kaṣhṭ nei jhalmal kare ālo roddur….. ichchhe kare hām̐ṭi elomelo meṭho path dhare gāner sure chhande māti ichchhe kare śhahar theke ekṭu dure chhāẏā gherā moṭho path per̤olei chhāẏāgherā nadī śhyāmal sabuj ban ichchhe kare dekhi bhare ei du’ naẏan ichchhe kare yāi chale yāi achinpur yekhāne duḥkh nei kaṣhṭ nei jhalmal kare ālo roddur….. klānt lāge nagar jīban kṛtrim preme biṣhann e man || ichchhe kare sāgar pāre sandhyā belā dekhi sūryaḍobā dekhi bālukābelā jotsnā rāte tārār melāẏ nimagn ekā hem̐ṭe yāi chale yāi anek dur yekhāne duḥkh nei kaṣhṭ nei jhalmal kare ālo roddur…..