Title (Indic)চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Performer Sandhya Mukherjee Writer Shyaamal gupt LyricsBengaliচন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে জীবনে তোমায় যদি পেলাম না নহবত সানাই বাজাক মণিহার কন্ঠ সাজাক আজ আমার ফুলে ছোঁয়া চতুর্দোলা যাব বা না যাক আগুনের ফুলকি ঝরা আতশবাজির উৎসবে শুনিযে জয়ধ্বনি চারিদিকে কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে আতরের গন্ধ ভরাক আজ আমার বরণ ডালা হাজার দিকে আলো ছড়াক সোনার এই মুকুট পরে অভিষেকের গৌরবে Englishchandan pālaṅke śhuẏe ekā ekā ki habe jībne tomāẏ yadi pelām nā śhbet pāthrer rājaprāsāde theke ār ki habe jībne tomāẏ yadi pelām nā nahbat sānāi bājāk maṇihār kanṭh sājāk āj āmār phule chhom̐ẏā chaturdolā yāb bā nā yāk āguner phulki jharā ātaśhabājir utsabe śhuniye jaẏadhbani chāridike kām̐de ei śhūny hiẏā hāhākāre ātrer gandh bharāk āj āmār baraṇ ḍālā hājār dike ālo chhar̤āk sonār ei mukuṭ pare abhiṣheker gaurbe