Title (Indic)ভালবাসা মোরে ভিখারী করেছে WorkOrphan tracks LanguageBengali Credits Role Artist Music Kamal daashagupt Performer Jaganmay mitr LyricsBengaliভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী তোমারই দুয়ারে কুড়াতে এসেছি ফেলে দেওয়া মালাখানি নয়নের জলে যে কথা জানাই, সে ব্যথা আমার কেহ বোঝে নাই মেঘের মরমে যে মিনতি কাঁদে চাঁদ বুঝিবে না জানি ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী মাধবীলতা গো আজ তুমি আছ ফুলের স্বপন সুখে একদিন যবে ফুল ঝরে যাবে লুটাবে ধূলির বুকে খেয়ালী প্রেমের খেলা বোঝা দায়, কখনো হাসায় কখনো কাঁদায় মুক হয়ে যায় কারও মুখরতা, কারও মুখে জাগে বাণী ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী Englishbhālbāsā more bhikhārī karechhe tomāre karechhe rāṇī tomāra̮i duẏāre kur̤āte esechhi phele deoẏā mālākhāni naẏaner jale ye kathā jānāi, se byathā āmār keh bojhe nāi megher marme ye minti kām̐de chām̐d bujhibe nā jāni bhālbāsā more bhikhārī karechhe tomāre karechhe rāṇī mādhabīltā go āj tumi āchh phuler sbapan sukhe ekdin yabe phul jhare yābe luṭābe dhūlir buke kheẏālī premer khelā bojhā dāẏ, kakhno hāsāẏ kakhno kām̐dāẏ muk haẏe yāẏ kārao mukhartā, kārao mukhe jāge bāṇī bhālbāsā more bhikhārī karechhe tomāre karechhe rāṇī