Title (Indic)পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে Work(N/A) Year1928 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Shreekaant Acharya Writer Rabindranath Tagore LyricsBengaliপথে চলে যেতে যেতে কোথা কোন্খানে তোমার পরশ আসে কখন কে জানে।। কী অচেনা কুসুমের গন্ধে, কী গোপন আপন আনন্দে, কোন্ পথিকের কোন্ গানে।। সহসা দারুণ দুখতাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন সকল বাঁধন যবে ছিন্ন মৃত্যু-আঘাত লাগে প্রাণে– তোমার পরশ আসে কখন কে জানে।। Englishpathe chale yete yete kothā konkhāne tomār paraśh āse kakhan ke jāne|| kī achenā kusumer gandhe, kī gopan āpan ānande, kon pathiker kon gāne|| sahsā dāruṇ dukhtāpe sakal bhuban yabe kām̐pe, sakal pather ghoche chihn sakal bām̐dhan yabe chhinn mṛtyu-āghāt lāge prāṇe– tomār paraśh āse kakhan ke jāne||