Title (Indic)আমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে Work(N/A) Year1928 LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Kanikaa Banerjee Writer Rabindranath Tagore LyricsBengaliআমার না বলা বাণীর ঘন যামিনীর মাঝে তোমার ভাবনা তারার মতন রাজে ।। নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে, লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে- অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে ।। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান । পরানের সাজি সাজাই খেলার ফুলে জানি না কখন নিজে বেছে লও তুলে অলখ আলোক নীরবে দুয়ার খুলে প্রাণের পরশ দিয়ে যাও মোরে কাজে Englishāmār nā balā bāṇīr ghan yāminīr mājhe tomār bhābnā tārār matan rāje || nibhṛt maner baner chhāẏāṭi ghire nā-dekhā phuler gopan gandh phire, lukāẏ bednā ajhrā aśhrunīre- aśhrut bām̐śhi hṛdaẏagahne bāje || kṣhaṇe kṣhaṇe āmi nā jene karechhi dān tomāẏ āmār gān | parāner sāji sājāi khelār phule jāni nā kakhan nije bechhe lao tule alakh ālok nīrbe duẏār khule prāṇer paraśh diẏe yāo more kāje