তাকে বলে দাও আমি সেদিনের কথা ভুলিনি
তাকে বলে দাও সেই মণিহার আজ ও খুলিনি
তাকে বলে দাও তার ই কারণে এত যন্ত্রণা
তাকে বলে দাও তার ই বিরহে এত বেদনা
সেই দেখা যে শেষ দেখা ছিল বুঝতে পারিনি
সেই প্রভাতে পুব দিগন্তে সুর্য ওঠেনি
থেকে থেকে পাহাড় ছুয়ে ঝরনা ছোটেনি
নদী হয়ে অশ্রু আমার সাগরে মেশেনি
সে যে যায় পালকি যায়
শুনি উম্ না উম না(৩)
সে যে যায় হ্যাপী যায় বহুদুরে ……
তাকে বলে দাও আমি সেদিনের কথা ভুলিনি
তাকে বলে দাও সেই মণিহার আজ ও খুলিনি
তাকে বলে দাও তার ই কারণে এত যন্ত্রণা
তাকে বলে দাও তার ই বিরহে এত বেদনা
তার কথা ছড়িয়ে আছে বোবা বাতাসে
তার স্রিতি যে সোনালী পাখির সুরের আকাশে
সব যাওয়া কি শেষ যাওয়া হয় ফিরে সে আসে
কান ছুয়ে সে কান ছুয়ে সে রয়েছে মিশে
সে যে যায় পালকি যায়
শুনি উম্ না উম না(৩)
সে যে যায় হ্যাপী যায় বহুদুরে ……