তুমি কি মোর জীবনজ্বালার শেষ কোনো এক গান
না তুমি জোছনারাতের পুরণিমার ই চাদ
তুমি কি মর আশা ভাঙ্গার নতুন কোনো দিন
না তুমি ভেসে আশা এই মন সুরের বীণ
তোমাকে ভালোবেসে আমি রিদয় দিয়ে
গেয়ে যাব আশার ই গান
এ কোনো মিছে আশায় থাকা
আর অকৃতজ্ঞ ভাল লাগা
তোমার ই মনের চুরায় রেখে
মোর অন্ত জীবন শেষে
তোমাকে ভালোবেশে মন সপে ছিলাম
প্রদীপ ভেবে আলো জ্বেলেছিলাম
তুমি গাবে জীবনের গান
তুমি তো চাওনি গেতে জীবনের গান
না পারো বুঝতে এই শিল্পী মনের টান
তূমি কি মোর ক্লান্ত দিন এর স্তবধ কোনো ক্ষন
না তুমি মেঘলা রাতে হারানো এক মন
তোমাকে আপন ভেবে আমি মনের মাঝে
রাখব বেধে মরনের গান
যায়নি তো তোমার স্বাধীনতা
বুঝিনি গভীর ব্যাকুলতা
আর কোনো আধার অতীত ভুলে
রব নীরব অবশেষে
তোমাকে স্বপ্ন ভেবে আমি ঘুমিয়েছিলাম
প্রহর ভেবে আলো নিভিয়েছিলাম
তুমি গাবে জীবনের গান
তোমাকে স্বপ্ন ভেবে আমি ঘুমিয়েছিলাম
প্রহর ভেবে আলো নিভিয়েছিলাম
তুমি গাবে জীবনের গান
তুমি তো চাওনি গেতে জীবনের গান
না পারো বুঝতে এই শিল্পী মনের টান
তূমি কি মোর ক্লান্ত দিন এর স্তবধ কোনো ক্ষন
না তুমি মেঘলা রাতে হারানো এক মন
তোমাকে আপন ভেবে আমি মনের মাঝে
রাখব বেধে মরনের গান
যায়নি তো তোমার স্বাধীনতা
বুঝিনি গভীর ব্যাকুলতা
আর কোনো আধার অতীত ভুলে
রব নীরব অবশেষে
এ কোনো মিছে আশায় থাকা
আর অকৃতজ্ঞ ভাল লাগা
তোমার ই মনের চুরায় রেখে
রন ণীরব অবশেষে