Title (Indic)মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে WorkLukochuri Year1978 LanguageBengali Credits Role Artist Music Hemant Kumar Performer Hemant Kumar Writer Gaureeprasann majumdaar LyricsBengaliমুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে।। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে সেই সুর কাঁদে আজি আমার প্রাণে ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায় ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গের খেলা কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে।। Englishmuchhe yāoẏā dinguli āmāẏ ye pichhu ḍāke smṛti yen āmār e hṛdaẏe bednār raṅge raṅge chhabi ām̐ke| mane par̤e yāẏ, mane par̤e yāẏ mane par̤e yāẏ sei pratham dekhār smṛti mane par̤e yāẏ sei hṛdaẏ debār tithi dujnār duṭi path miśhe gel ek haẏe natun pather bām̐ke|| se ek natun deśhe dinguli chhil ye mukhar kat gāne sei sur kām̐de āji āmār prāṇe bheṅge gechhe hāẏ, bheṅge gechhe hāẏ bheṅge gechhe āj sei madhur milan melā bheṅge gechhe āj sei hāsi ār raṅger khelā kothāẏ kakhan kabe kon tārā jhare gel ākāśh ki mane rākhe||