Title (Indic)ঋতু WorkHyaalo brshti Year2007 LanguageBengali Credits Role Artist Music Paarth baaruyaa Performer Saalmaa Writer Paarth baaruyaa LyricsBengaliতোমার দেশে কয়টি ঋতু হিসাবটা গোলমেলে রূপ বদলের রূপটি দেখে জানতে ইচ্ছে করে। আমার এক ঋতুতেই বছর শেষ তুমিই প্রথম আবার তুমিই শেষ। তোমার গ্রীষ্মে বর্ষা আছি আছি শরতে তুমি আছ কি নেই পারি না তার হিসেব মেলাতে। আমার এক ঋতুতেই বছর শেষ তুমিই প্রথম আবার তুমিই শেষ। হেমন্তে মন উদাস আমার শীতে কামনা বসন্তে মাতাল আমি তুমিতো আস না। আমার এক ঋতুতেই বছর শেষ তুমিই প্রথম আবার তুমিই শেষ।। Englishtomār deśhe kaẏaṭi ṛtu hisābṭā golmele rūp badler rūpṭi dekhe jānte ichchhe kare| āmār ek ṛtutei bachhar śheṣh tumii pratham ābār tumii śheṣh| tomār grīṣhme barṣhā āchhi āchhi śharte tumi āchh ki nei pāri nā tār hiseb melāte| āmār ek ṛtutei bachhar śheṣh tumii pratham ābār tumii śheṣh| hemante man udās āmār śhīte kāmnā basante mātāl āmi tumito ās nā| āmār ek ṛtutei bachhar śheṣh tumii pratham ābār tumii śheṣh||