Title (Indic)জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা WorkEkhonoi Somoy Year1980 LanguageBengali Credits Role Artist Performer Sabina Yasmin LyricsBengaliজীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা সে কথা সহজে কেউ মানতে চায় না চোখ মেলে যে দেখে না কাঁচের দেয়াল ভাঙ্গে না কত কঠিন পৃথিবী সে বুঝতে পারে না সময়ের সাথে সবাই হার মেনে যায় আঘাতে আঘাতে ব্যথ অসাচে স্বপ্ন হারায়। পথে যে নামে না প্রতিবাদ করে না অনিয়মের নিয়ম সে তো ভাংতে পারে না, ভাংতে পারে না মানুষের ভীড়ে মানুষ চায় শুধু ঠাই এখানে ওখানে বাঁচার প্রয়োজনে চলছে লড়াই। চোখের জলে কে ভাসে প্রান খুলে কে হাসে সে খবর কেউ নেয় না।। Englishjīban māne yantranā naẏ phuler bichhānā se kathā sahje keu mānte chāẏ nā chokh mele ye dekhe nā kām̐cher deẏāl bhāṅge nā kat kaṭhin pṛthibī se bujhte pāre nā samaẏer sāthe sabāi hār mene yāẏ āghāte āghāte byath asāche sbapn hārāẏ| pathe ye nāme nā pratibād kare nā aniẏamer niẏam se to bhāṁte pāre nā, bhāṁte pāre nā mānuṣher bhīr̤e mānuṣh chāẏ śhudhu ṭhāi ekhāne okhāne bām̐chār praẏojne chalchhe lar̤āi| chokher jale ke bhāse prān khule ke hāse se khabar keu neẏ nā||