Title (Indic)রঙের গান WorkAtal jaler gaan Year2012 LanguageBengali Credits Role Artist Music Raahul aanand Performer Jaler gaan Writer Kanak aadity LyricsBengaliলিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥ ভাসতে ভাসতে সবুজ বিলের কুচলা কালো জলে, সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে। ধূসর ঘুঘুর সাদা ফোটায় একলা দুপুর কাঁদে, ঝলমলিয়ে রোদের ছায়া পড়লো রঙের ফাঁদে॥ ধানের ক্ষেতে সবুজ বাতাস, ধূসর-কালো কাক নীল আকাশে দুহাত মেলে শঙ্খচিলের ডাক। রংধনু রঙে খলসে-পুটির ঝাঁক॥ Englishliluẏā bātās, nirāg pāni, āẏesi baiṭhār chhup| śhāluk-sādāẏ ghāsaphar̤iṁṭā ur̤te ur̤te chup| kālo pānakaur̤i bhāste bhāste ḍub|| bhāste bhāste sabuj biler kuchlā kālo jale, sādā phuler halud reṇu megh pākhider dale| dhūsar ghughur sādā phoṭāẏ eklā dupur kām̐de, jhalamaliẏe roder chhāẏā par̤lo raṅer phām̐de|| dhāner kṣhete sabuj bātās, dhūsar-kālo kāk nīl ākāśhe duhāt mele śhaṅkhachiler ḍāk| raṁdhnu raṅe khalse-puṭir jhām̐k||