Title (Indic)বাউলা বাতাস WorkAtal jaler gaan Year2012 LanguageBengali Credits Role Artist Music Raahul aanand Performer Jaler gaan Writer Shaaon aakand LyricsBengaliবাউলা বাতাস আউলা চুলে লাগলো দোলা গান ধরেছে পথের ধারে আত্মভোলা। সে গানে সুর থাকেনা লয় থাকেনা এমন সে গান— তবু সে মন কেড়ে নেয়, প্রাণ কেড়ে নেয় এমন সে টান। পারেনা সবাই হতে বিন্দুধারী পুরুষের উৎস জানি শুধুই নারী। দেহ আর দেহের সুরে মনের ভাষায় আপনাকে খুঁজে বেড়াই ভালোবাসায়। নিজেতেই লীন হয়ে যাই দিন সারাটা সাথী সেই সংগিনী আর দোতারাটা। আঁধারে মগ্ন প্রেমে চাঁদের সাথে পেয়েছি তোমার দেখা শুক্লারাতে। Englishbāulā bātās āulā chule lāglo dolā gān dharechhe pather dhāre ātmabholā| se gāne sur thākenā laẏ thākenā eman se gān— tabu se man ker̤e neẏ, prāṇ ker̤e neẏ eman se ṭān| pārenā sabāi hate bindudhārī puruṣher uts jāni śhudhui nārī| deh ār deher sure maner bhāṣhāẏ āpnāke khum̐je ber̤āi bhālobāsāẏ| nijetei līn haẏe yāi din sārāṭā sāthī sei saṁginī ār dotārāṭā| ām̐dhāre magn preme chām̐der sāthe peẏechhi tomār dekhā śhuklārāte|