Title (Indic)তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই WorkAjaanaa LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Rijaoyaanaa Chowdhury banyaa Writer Rabindranath Tagore LyricsBengaliতোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই।। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই।। হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই।। Englishtomār asīme prāṇman laẏe yat dūre āmi dhāi kothāo duḥkh, kothāo mṛtyu, kothā bichchhed nāi|| mṛtyu se dhare mṛtyur rūp, duḥkh haẏ he duḥkher kūp, tomā hate yabe ha̮iẏe bimukh āpnār pāne chāi|| he pūrṇ, tab charṇer kāchhe yāhā-kichhu sab āchhe āchhe āchhe nāi nāi bhaẏ, se śhudhu āmāra̮i, niśhidin kām̐di tāi| antaraglāni saṁsārbhār palak phelite kothā ekākār jībner mājhe sbarūp tomār rākhibāre yadi pāi||