Title (Indic)অচেনাকে ভয় কী আমার ওরে? WorkAjaanaa LanguageBengali Credits Role Artist Music Rabindranath Tagore Performer Shreekaant Acharya Writer Rabindranath Tagore LyricsBengaliঅচেনাকে ভয় কী আমার ওরে? অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে।। জানি জানি আমার চেনা কোনো কালেই ফুরাবে না, চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে।। ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে। সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে। অচেনা এই ভুবন মাঝে কত সুরেই হৃদয় বাজে অচেনা এই জীবন আমার, বেড়াই তারি ঘোরে।। Englishachenāke bhaẏ kī āmār ore? achenākei chine chine uṭhbe jīban bhare|| jāni jāni āmār chenā kono kālei phurābe nā, chihnahārā pathe āmāẏ ṭānbe achin ḍore|| chhil āmār mā achenā, nil āmāẏ kole| sakal prema̮i achenā go, tāi to hṛdaẏ dole| achenā ei bhuban mājhe kat surei hṛdaẏ bāje achenā ei jīban āmār, ber̤āi tāri ghore||