Title (Indic)রাঙ্গা মাটির রঙ্গে চোখ জুড়ালো WorkUnknown Album LanguageBengali Credits Role Artist Performer Niaz Mohammad Chowdhury LyricsBengaliরাঙা মাটির রঙে চোখ জুড়ালো সাম্পান মাঝির গানে মন ভরালো রুপের মধু সুরের যাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে।। ও সেই রোদের আলো শিশির ছুঁয়ে এ কোন খুশির কথা যায় শুনিয়ে একটু দোলা দিয়ে এই বাতাসে মগ্ন করে রাখে কার আবেশে রুপের মধু সুরের যাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে।। ও সেই ফুলের হাসি মাঠের বুকে সবুজ আশায় কেন পরান মাখে একটু অনুরাগে লাল পলাশে অন্ধ করে রাখে কার পরশে রুপের মধু সুরের যাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে।। Englishrāṅā māṭir raṅe chokh jur̤ālo sāmpān mājhir gāne man bharālo ruper madhu surer yādu kon se deśhe māẏābtī madhumti bāṁlādeśhe|| o sei roder ālo śhiśhir chhum̐ẏe e kon khuśhir kathā yāẏ śhuniẏe ekṭu dolā diẏe ei bātāse magn kare rākhe kār ābeśhe ruper madhu surer yādu kon se deśhe māẏābtī madhumti bāṁlādeśhe|| o sei phuler hāsi māṭher buke sabuj āśhāẏ ken parān mākhe ekṭu anurāge lāl palāśhe andh kare rākhe kār parśhe ruper madhu surer yādu kon se deśhe māẏābtī madhumti bāṁlādeśhe||