Title (Indic)ফাগুন হাওয়া হয়ে করেছি যে দান WorkUnknown Album LanguageBengali Credits Role Artist Performer Arnob Writer Saiful Islam LyricsBengaliফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-- তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান-- আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ॥ তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান॥ পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন- স্বপন-মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখসুখের সকল অবসান॥ Englishphāgun hāoẏāẏ hāoẏāẏ karechhi ye dān-- tomār hāoẏāẏ hāoẏāẏ karechhi ye dān-- āmār āpanhārā prāṇ āmār bām̐dhan-chher̤ā prāṇ|| tomār aśhoke kiṁśhuke alakṣhy raṅ lāgal āmār akārṇer sukhe, tomār jhāuẏer dole marmariẏā oṭhe āmār duḥkharāter gān|| pūrṇimāsandhyāẏ tomār rajanīgandhāẏ rūpasāgrer pārer pāne udāsī man dhāẏ| tomār prajāptir pākhā āmār ākāśh-chāoẏā mugdh chokher raṅin- sbapan-mākhā| tomār chām̐der āloẏ milāẏ āmār duḥkhasukher sakal absān||