হঠাৎ দুজনে কেন হারালাম
একলা এই পথে এসে দাড়ালাম
জানি এভাবে অপেক্ষায়
কেটে যাবে আমার সময়
এলোমেলো হাওয়ায়
এই মন হারায়
আধার কালো রাতে
খুজি তুমায়। খুজি তোমায়
তুমি রবে আমার মনে
আমারি প্রার্থনায়
এটুকুই মনে রেখ
ভালবাসি সবসময়
মনে পরে কি তুমার আমায়
ভেবে আমি কান্নায় হারাই
একা এখানে দাড়িয়ে
শুধু তুমায় ভেবে যাই
এলোমেলো হাওয়ায়
এ মন হারায়
আধার কালো রাতে
খুজি তুমায় খুজি তুমায়
তুমি রবে আমার মনে
আমারি প্রার্থনায়
এটুকুই মনে রেখ
ভালবাসি সবসময়।।