Title (Indic)একবার যেতে দে না WorkUnknown Album LanguageBengali Credits Role Artist Performer Shahnaz Rahmatullah LyricsBengaliএকবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়।। যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। পিদিম জ্বালা সাঁঝের বেলা শান বাঁধানো ঘাটে। গল্প কথার পানশী ভিড়ে রুপ কাহিনীর বাটে। মধুর মধুর মায়ের কথায় প্রান জুড়িয়ে যায়। ফসল ভরা স্বপ্ন ঘেরা পথ হারানো ক্ষেতে। মৌ মৌ মৌ গন্ধে যেথায় বাতাস থাকে মেতে। মমতারই শিশিরগুলো জড়িয়ে থাকে পায়। Englishekbār yete de nā āmār chhoṭṭ sonār gām̐ẏ|| yethāẏ kokil ḍāke kuhu doẏel ḍāke muhu muhu nadī yethāẏ chhuṭe chale āpan ṭhikānāẏ| pidim jbālā sām̐jher belā śhān bām̐dhāno ghāṭe| galp kathār pānśhī bhir̤e rup kāhinīr bāṭe| madhur madhur māẏer kathāẏ prān jur̤iẏe yāẏ| phasal bharā sbapn gherā path hārāno kṣhete| mau mau mau gandhe yethāẏ bātās thāke mete| mamatāra̮i śhiśhirgulo jar̤iẏe thāke pāẏ|