Title (Indic)ভালবাসি তোমার ঐ রোদ্দুর হাসি WorkUnknown Album LanguageBengali Credits Role Artist Performer Neerab LyricsBengaliভালবাসি তোমার ওই রোদ্দুর হাসি দেখে স্বপ্ন কাটে আমার দিবা নিশি, কি হল আজ আমি ভেবে না পাই সব হারালেও শুধু তোমাকে চাই।। সব উপমা শেষে তুমি তুমি আমার একটাই তুমি, কতশত ভুল আজ নিত্য চারিপাশে, ভুলগুলো ফুল হয়ে ফিরে আসে। জোছনার এই রাত জাগে আমারি সাথে দীঘির জলধারা তোমার ছবি আঁকে, কোথায় আমার আজ ঘুম হারাল স্বপ্ন হয়ে তবু দু'হাত বাড়ালো। Englishbhālbāsi tomār oi roddur hāsi dekhe sbapn kāṭe āmār dibā niśhi, ki hal āj āmi bhebe nā pāi sab hārāleo śhudhu tomāke chāi|| sab upmā śheṣhe tumi tumi āmār ekaṭāi tumi, katśhat bhul āj nity chāripāśhe, bhulgulo phul haẏe phire āse| jochhnār ei rāt jāge āmāri sāthe dīghir jaldhārā tomār chhabi ām̐ke, kothāẏ āmār āj ghum hārāl sbapn haẏe tabu du'hāt bār̤ālo|