Title (Indic)আমি কি দোষ করেছি ভালবেসে WorkUnknown Album LanguageBengali Credits Role Artist Performer Subir Nondi LyricsBengaliআমি কি দোষ করেছি ভালবেসে মন আছে যার সেই তো ভালবাসে।। এ ভুবনে মানুষকে যে ভালবাসে না মানুষের ভালবাসা সেও পায় না। পাথর হয়ে পরে থাকে। মমতাহীন পরিবেশে।। আমি তো ভালবেসে পরকে করেছি আপন আশা দিয়ে ভাঙ্গিনি শেষে কারো মন, পরকে করেছি আপন আশার আলো আছে যার চোখে প্রেমের আলপনা সেই তো আঁকে। বুঝি না মানুষ কেন যে তবু। আমাকেই শুধু দোষে।। Englishāmi ki doṣh karechhi bhālbese man āchhe yār sei to bhālbāse|| e bhubne mānuṣhke ye bhālbāse nā mānuṣher bhālbāsā seo pāẏ nā| pāthar haẏe pare thāke| mamatāhīn paribeśhe|| āmi to bhālbese parke karechhi āpan āśhā diẏe bhāṅgini śheṣhe kāro man, parke karechhi āpan āśhār ālo āchhe yār chokhe premer ālapnā sei to ām̐ke| bujhi nā mānuṣh ken ye tabu| āmākei śhudhu doṣhe||