Title (Indic)আমাকে দেখার সেই চোখ তোমার কই গো WorkUnknown Album LanguageBengali Credits Role Artist Performer Runa Laila LyricsBengaliআমাকে দেখার সেই চোখ তোমার কই গো। সেই চোখের আগুন ধরবো বলে গোলাপ হয়ে রই গো।। কথা দিলাম আর তো আড়াল করবো না ছুয়ে দিলেই ধরবো না। মরবো লাজে আমি তেমন লজ্জাবতী নই গো।। আমি না হয় তৃষ্ণা মেঘের বৃষ্টিতে ভিজে গেলাম দৃষ্টিতে। দোষ কি বলো যদি তেমন দন্ধ আমি হই গো।। Englishāmāke dekhār sei chokh tomār ka̮i go| sei chokher āgun dharbo bale golāp haẏe ra̮i go|| kathā dilām ār to ār̤āl karbo nā chhuẏe dilei dharbo nā| marbo lāje āmi teman lajjābtī na̮i go|| āmi nā haẏ tṛṣhṇā megher bṛṣhṭite bhije gelām dṛṣhṭite| doṣh ki balo yadi teman dandh āmi ha̮i go||