Title (Indic)আজি তোমার কাছে ভাসিয়া যায় WorkUnknown Album LanguageBengali Credits Role Artist Performer Sujata Majumder Writer Dijendrolal Ray LyricsBengaliআজি তোমার কাছে ভাসিয়া যায় অন্তর আমার, আজি সহসা ঝরিল চোখে কেন অনিবার? স্মৃতি-জোয়ারে দু-কুল ছেয়ে দশ বরষ উজান বেয়ে চলেছে প্রাণ তোমারই কাছে মানে না বাধা আর। আজি তোমার কাছে বর্তমান ভেঙ্গে ও ভেসে যায় আজি আমার কাছে অতীত হয় নূতন পুনরায় আজি আমার নয়ন পাশে এ কী আঁধার ঘেরিয়া আসে পাষাণভার চাপিয়া ধরে হৃদয়ে বারবার। Englishāji tomār kāchhe bhāsiẏā yāẏ antar āmār, āji sahsā jharil chokhe ken anibār? smṛti-joẏāre du-kul chheẏe daśh baraṣh ujān beẏe chalechhe prāṇ tomāra̮i kāchhe māne nā bādhā ār| āji tomār kāchhe bartamān bheṅge o bhese yāẏ āji āmār kāchhe atīt haẏ nūtan punarāẏ āji āmār naẏan pāśhe e kī ām̐dhār gheriẏā āse pāṣhāṇbhār chāpiẏā dhare hṛdaẏe bārbār|