Title (Indic)বালিতে তোমার নাম লিখে দিবো WorkTomaar naam likhe debo LanguageBengali Credits Role Artist Performer Bappi Lahiri LyricsBengaliবালিতে তোমার নাম লিখে দেবো জলে ধুয়ে যাবে। ফুলেতে তোমার নাম লিখে দেবো রোদে জ্বলে যাবে। হৃদয়ে তোমার নাম লিখে দেবো বদনাম হয়ে যাবে।। হোক বদনাম তবু তোমার কাছে আমি আসবো যতটা বেসেছি ভালো, তার চেয়ে বেশি ভালবাসবো লাভটা আর কি হবে লোকেরা সবাই যে চোখ রাঙাবে।। ফুলেতে তোমার নাম লিখে দেবো রোদে জ্বলে যাবে। হৃদয়ে তোমার নাম লিখে দেবো বদনাম হয়ে যাবে। কাজ নেই ভালোবেসে, আমরা অচেনা হয়ে থাকবো মাঝে মাঝে শেষ রাতে স্বপ্নে তোমায় কাছে ডাকবো লাভটা আর কি হবে সূর্য্য ওঠে এসে ঘুম ভাঙাবে।। আ আ আ হো হো হো আ আ আ ও ও ও Englishbālite tomār nām likhe debo jale dhuẏe yābe| phulete tomār nām likhe debo rode jbale yābe| hṛdaẏe tomār nām likhe debo badnām haẏe yābe|| hok badnām tabu tomār kāchhe āmi āsbo yatṭā besechhi bhālo, tār cheẏe beśhi bhālabāsbo lābhṭā ār ki habe lokerā sabāi ye chokh rāṅābe|| phulete tomār nām likhe debo rode jbale yābe| hṛdaẏe tomār nām likhe debo badnām haẏe yābe| kāj nei bhālobese, āmrā achenā haẏe thākbo mājhe mājhe śheṣh rāte sbapne tomāẏ kāchhe ḍākbo lābhṭā ār ki habe sūryy oṭhe ese ghum bhāṅābe|| ā ā ā ho ho ho ā ā ā o o o