Title (Indic)সবাই তো ভালবাসা চায় WorkSurrender Year1987 LanguageBengali Credits Role Artist Music Alam Khan Performer Sabina Yasmin Performer Andrew Kishore Writer Gazi Mazharul Anwar LyricsBengaliসবাই তো ভালবাসা চায় কেউ পায় কেউবা হারায় তাতে প্রেমিকের কী আসে যায় সবাই তো ভালবাসা চায় কতকাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়।। (ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক। আমি চাই তুমি আস চুপি চুপি ভালবাস, এই নিরালায়।। (ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক। আমি চাই তুমি ডাক পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।। Englishsabāi to bhālbāsā chāẏ keu pāẏ keubā hārāẏ tāte premiker kī āse yāẏ sabāi to bhālbāsā chāẏ katkāl kat sādhanāẏ tāre ekdin kāchhe pāoẏā yāẏ|| (ai) phul chāẏ gāne gāne phāgun āsuk li chāẏ raṅe raṅe phulerā hāsuk| āmi chāi tumi ās chupi chupi bhālbās, ei nirālāẏ|| (ai) nadī chāẏ bār̤e bār̤e sāgar ḍākuk taru chāẏ latā tāre jar̤iẏe rākhuk| āmi chāi tumi ḍāk path cheẏe base thāk, āmāra̮i āśhāẏ||