Title (Indic)গুন গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায় WorkSujan sakhee LanguageBengali Credits Role Artist Performer Sabina Yasmin LyricsBengaliগুন গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায় সেই গানের টানে ফুলের বনে ফুলের মধু উছলায়।। ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন চাইয়া থাকি তখন আমার কেমন করে মন। ফুল যদি হইতাম আমি গাছের ডালায়। তখন নীল ভ্রমরা হইয়া বন্ধু উইড়া বইতো আমার গায়।। আমায় ফুল করিতে ভুল কইরাছে সৃষ্টি বিধাতায় নইলে কী আর সোনার যৌবন ভাটা পইড়া যায়। পাইতাম যদি প্রান বন্ধুরে ঘুম পাড়াইতাম ফুল শয্যায় আমার জীবন যৌবন বিছাইতাম বন্ধুর দুইটি রাঙ্গা পায়, রাঙ্গা পায়।। মধু করে আহরণ Englishgun gun gun gān gāhiẏā nīl bhramrā yāẏ sei gāner ṭāne phuler bane phuler madhu uchhalāẏ|| bhramar yakhan phuler sāthe kare āliṅgan chāiẏā thāki takhan āmār keman kare man| phul yadi ha̮itām āmi gāchher ḍālāẏ| takhan nīl bhramrā ha̮iẏā bandhu uir̤ā ba̮ito āmār gāẏ|| āmāẏ phul karite bhul ka̮irāchhe sṛṣhṭi bidhātāẏ na̮ile kī ār sonār yauban bhāṭā pa̮ir̤ā yāẏ| pāitām yadi prān bandhure ghum pār̤āitām phul śhayyāẏ āmār jīban yauban bichhāitām bandhur duiṭi rāṅgā pāẏ, rāṅgā pāẏ|| madhu kare āhraṇ