Title (Indic)তুমি পৃথিবীতে এই মোরে করেছ অনেক বেশি ঋণী WorkSraboner Megh Year2012 LanguageBengali Credits Role Artist Performer Different Touch LyricsBengaliতুমি পৃথিবীতে এই মোরে করেছ অনেক বেশি ঋণী তোমার নিঃস্ব প্রেম বড় সুন্দর জীবন দিয়েছে কতখানি। শিখিয়েছ সামনে চলার এ দিগন্ত কোথায় গিয়েছে তারা মিশে বুঝিয়েছ জীবন তো নয় ফুলশয্যা হারাবে যখন অনিমেষে। পড়ে কি মনে বল ফেরারী বসন্ত মলিনী।। যদিও তো দুঃখ পেলাম হারাবার মাঝে তবুও রয়েছি আজো সুখী জানো না তো এ জীবনেও আনন্দ আছে হতেও তুমি একাকী। একা থাকারও মাঝে আছে সুখ বিষাদ রাগিনী।। Englishtumi pṛthibīte ei more karechh anek beśhi ṛṇī tomār niḥsb prem bar̤ sundar jīban diẏechhe katkhāni| śhikhiẏechh sāmne chalār e digant kothāẏ giẏechhe tārā miśhe bujhiẏechh jīban to naẏ phulaśhayyā hārābe yakhan animeṣhe| par̤e ki mane bal pherārī basant malinī|| yadio to duḥkh pelām hārābār mājhe tabuo raẏechhi ājo sukhī jāno nā to e jībaneo ānand āchhe hateo tumi ekākī| ekā thākārao mājhe āchhe sukh biṣhād rāginī||