Title (Indic)যতীন স্যারের ক্লাসে WorkSolas Year1993 LanguageBengali Credits Role Artist Music Ayub Bachchu Performer Naasim aalee khaan Writer Shaheed maahmud jangi LyricsBengaliযতীন স্যারের ক্লাসে আড় চোখে তাকিয়ে ছিলে আমি ভেবেছিলাম সেই তাকানোতে কিছুটা অনুরাগ কিছু ভালোবাসা ছিল। আর একদিন পথে দেখে তুমি বললে মন দিয়ে করি যেন পড়ালেখা ধরে নিলাম তুমি এলে কাছে এইতো ভালোবাসা কোন বাঁধা আর নেইতো আর একদিন দেখি তোমায় হেঁটে চলেছ সাথে সাথি নিয়ে তুমি তুলে গুঞ্জন হাত নেড়ে ডাকি তোমায় ফিরে তাকাও বাঁকানো হাসি দিয়ে ব্যথা দাও Englishyatīn syārer klāse ār̤ chokhe tākiẏe chhile āmi bhebechhilām sei tākānote kichhuṭā anurāg kichhu bhālobāsā chhil| ār ekdin pathe dekhe tumi balle man diẏe kari yen par̤ālekhā dhare nilām tumi ele kāchhe eito bhālobāsā kon bām̐dhā ār neito ār ekdin dekhi tomāẏ hem̐ṭe chalechh sāthe sāthi niẏe tumi tule guñjan hāt ner̤e ḍāki tomāẏ phire tākāo bām̐kāno hāsi diẏe byathā dāo