Title (Indic)মন তো ছোয়া যাবে না WorkSmrtituku thaak Year1971 LanguageBengali Credits Role Artist Music Alam Khan Performer Shaahnaaj rahamatullaah LyricsBengaliমন তো ছোয়া যাবে না ধরা সে যে দিবে না ভালবাসার পিঞ্জরে বন্দি করে নিবে তারে সে তো হবে না।। মন যেন উড়ু উড়ু উড়ন্ত এক ঝাক পায়রা নিঃসীম আকাশের প্রান্তে নতুন কিছু চাই জানতে। মাটির ঘরে ডাকলে পরে। আপন হয়ে সে যে রবে না।। ভাব না যে দুরু দুরু দূরন্ত খেয়ালের ছন্দে কখনো মেঘের মত চঞ্চল কখনো সোনা রোদে উজ্জ্বল। আলো ছায়ায় পালিয়ে বেড়ায়। ঠিকানা যে তার পাবে না।। Englishman to chhoẏā yābe nā dharā se ye dibe nā bhālabāsār piñjare bandi kare nibe tāre se to habe nā|| man yen ur̤u ur̤u ur̤ant ek jhāk pāẏarā niḥsīm ākāśher prānte natun kichhu chāi jānte| māṭir ghare ḍākle pare| āpan haẏe se ye rabe nā|| bhāb nā ye duru duru dūrant kheẏāler chhande kakhno megher mat chañchal kakhno sonā rode ujjbal| ālo chhāẏāẏ pāliẏe ber̤āẏ| ṭhikānā ye tār pābe nā||