Title (Indic)এতো সুখ সইবো কেমন করে WorkShuvoda Year1986 LanguageBengali Credits Role Artist Music Khandokar Nurul Alam Performer Nilufar Yasmin Writer Moh raphikujjaamaan LyricsBengaliএতো সুখ সইবো কেমন করে বুঝি কান্নাই লেখা ছিল ভাগ্যে আমার সুখেও কান্না পায় দুচোখ ভরে।। দুখের স্রোতে ভাসা ফুল কোনদিন পায় না তো কূল। আমি বুঝিবা পথের ভুলে এলাম নতুন কূলে। এ পথ আবার দূরে যাবে কী সরে।। স্বপ্নের মত মনে হয় হারাবার তাই এতো ভয়। তুবু যেটুকু পেলাম আমি প্রানের চেয়েও দামি। চোখের জলে সবই যাবে কী ঝরে।। Englisheto sukh sa̮ibo keman kare bujhi kānnāi lekhā chhil bhāgye āmār sukheo kānnā pāẏ duchokh bhare|| dukher srote bhāsā phul kondin pāẏ nā to kūl| āmi bujhibā pather bhule elām natun kūle| e path ābār dūre yābe kī sare|| sbapner mat mane haẏ hārābār tāi eto bhaẏ| tubu yeṭuku pelām āmi prāner cheẏeo dāmi| chokher jale saba̮i yābe kī jhare||