Title (Indic)এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে WorkShakti LanguageBengali Credits Role Artist Music Prins maahmud Performer Jemas Writer Latiphul islaam shiblee LyricsBengaliএই শহরের কত শত অট্টালিকার ফাঁকে আমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ সারারাত কথা বলে হয়েছি উদাস এখন রাত জেগে জানালায় মাথা রেখে তুমিও কি দেখছো আকাশ আমারই মত আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ সারারাত কথা বলে হয়েছি উদাস নির্জন এই রাতে ও-চাঁদ প্রিয় চাঁদ কিছু ঘুম দাও না এনে আমার দু’চোখে আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ সারারাত কথা বলে হয়েছি উদাস Englishei śhahrer kat śhat aṭṭālikār phām̐ke āmār jānālā bhare chhabi haẏe jhulchhe ākāśh āmi ār ek phāli niṣhpāp chām̐d sārārāt kathā bale haẏechhi udās ekhan rāt jege jānālāẏ māthā rekhe tumio ki dekhchho ākāśh āmāra̮i mat āmi ār ek phāli niṣhpāp chām̐d sārārāt kathā bale haẏechhi udās nirjan ei rāte o-chām̐d priẏ chām̐d kichhu ghum dāo nā ene āmār du’chokhe āmi ār ek phāli niṣhpāp chām̐d sārārāt kathā bale haẏechhi udās