Title (Indic)চলনা দুজন আজ নিলিমা ছুঁয়ে ভালবাসি WorkShada LanguageBengali Credits Role Artist Performer Kazi Shuvo LyricsBengaliচলনা দুজন আজ নিলিমা ছুঁয়ে ভালবাসি বৃষ্টি ধারার মত জোৎছনা নিয়ে নীরবে কাছে আসি ও বলনা তুমি সেই না বলা কথা গানে গানে ঐ নীলাকাশ, ঐ দখিনা বাতাস, আমাকে কাছে টানে অভিমানি ভালবাসা চায় যে হারাতে ঐ দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে এই হাত রেখে হাতে......... চাঁদ কি জানে ? তুমি চাঁদেরি মত মন জানেনা মন ছুঁয়েছে কত বললে তুমি আর কবিতা হলো যাই হারিয়ে তুমি যে পথে চলো এসনা হৃদয়ে তুমি অচেনা শ্রাবনে নামি অভিমানি ভালবাসা চায় যে হারাতে ঐ দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে এই হাত রেখে হাতে মেঘলা চোখে আমি তাকিয়ে রব সপ্ন হয়ে আজ তোমাকে ছোব বৃষ্টি হলো আজ তোমারি ছবি পথ ভুলেছি আর ভুলেছি সবি এসনা হৃদয়ে তুমি অচেনা স্রাবনে নামি অভিমানি ভালবাসা চায় যে হারাতে ঐ দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে এই হাত রেখে হাতে.......... Englishchalnā dujan āj nilimā chhum̐ẏe bhālbāsi bṛṣhṭi dhārār mat jotchhanā niẏe nīrbe kāchhe āsi o balnā tumi sei nā balā kathā gāne gāne ai nīlākāśh, ai dakhinā bātās, āmāke kāchhe ṭāne abhimāni bhālbāsā chāẏ ye hārāte ai dūr ajānāte tumi āmi bhese yāb meghlā bātāse ei hāt rekhe hāte......... chām̐d ki jāne ? tumi chām̐deri mat man jānenā man chhum̐ẏechhe kat balle tumi ār kabitā halo yāi hāriẏe tumi ye pathe chalo esnā hṛdaẏe tumi achenā śhrābne nāmi abhimāni bhālbāsā chāẏ ye hārāte ai dūr ajānāte tumi āmi bhese yāb meghlā bātāse ei hāt rekhe hāte meghlā chokhe āmi tākiẏe rab sapn haẏe āj tomāke chhob bṛṣhṭi halo āj tomāri chhabi path bhulechhi ār bhulechhi sabi esnā hṛdaẏe tumi achenā srābne nāmi abhimāni bhālbāsā chāẏ ye hārāte ai dūr ajānāte tumi āmi bhese yāb meghlā bātāse ei hāt rekhe hāte..........