You are here

Tumi ele paaye paaye

Title (Indic)
তুমি এলে পায়ে পায়ে
Work
Language
Credits
Role Artist
Music Nakib khaan
Performer Nakeeb khaan and saaminaa Chowdhury
Writer Aasiph ikbaal

Lyrics

Bengali

তুমি এলে পায়ে পায়ে
জোছনা ছুঁয়ে যায়
ফুলে ফুলে ভরা কাঁশবন
নদী যে বয়ে যায়
নীল সুরে কয়ে যায়
ভালবাসা ভালবাসা অনুপম

স্বপ্ন ভাসলে কিছু কথা বললে
বুকে দারুণ ওঠে ঝড়
হাওয়ায় এসে যেন ভালবেসে
সাজিয়ে নিয়েছ প্রহর
এ যেন কিসের বন্যাধারা
মনটা হারিয়ে যেতে চায়

প্রিয় সুর তুলে দুটি চোখ বুঝলে
তুমি মন জুড়ে থাকো
জোনাকিরা জ্বলে নিভে যায় যখন
তখনও তুমি থাকো
এ যেন কিসের বন্যাধারা
মনটা হারিয়ে যেতে চায়

English

tumi ele pāẏe pāẏe
jochhnā chhum̐ẏe yāẏ
phule phule bharā kām̐śhban
nadī ye baẏe yāẏ
nīl sure kaẏe yāẏ
bhālbāsā bhālbāsā anupam

sbapn bhāsle kichhu kathā balle
buke dāruṇ oṭhe jhar̤
hāoẏāẏ ese yen bhālbese
sājiẏe niẏechh prahar
e yen kiser banyādhārā
manṭā hāriẏe yete chāẏ

priẏ sur tule duṭi chokh bujhle
tumi man jur̤e thāko
jonākirā jbale nibhe yāẏ yakhan
takhanao tumi thāko
e yen kiser banyādhārā
manṭā hāriẏe yete chāẏ

Lyrics search