Title (Indic)বর্ষা আমার চোখের প্রিয় ঋতু WorkSandhi LanguageBengali Credits Role Artist Performer Jemas Writer Tarun LyricsBengaliবর্ষা আমার চোখের প্রিয় ঋতু তাইতো সদাই তোমায় ঘিরে হচ্ছি আমি ভীতু কষ্ট আমার ভালোবাসার কাঁথা না হলে কি তোমায় চেয়ে পেতাম শুধু ব্যথা ইচ্ছে করলে নিতে পারো আমার দেয়া নাম এর বদলে নাইবা দিলে ভালোবাসার দাম। মেঘে মেঘে কাটলো যখন বেলা তখন দেখি চারিদিকে তোমার অবহেলা সূর্য যখন কপাল জুড়ে টিপ ভালোবাসা বন্দী শিবির দূরের নিঝুম দ্বীপ। ছোট্ট জীবন যখন ছিল বিশাল তুমি সে তো ভেঙেছিলে আমার মনের দেয়াল হৃদয় যখন হারায় সুখের বলয় চাওয়া পাওয়ার হিসেব কষা শুধুই ব্যর্থ সময়। Englishbarṣhā āmār chokher priẏ ṛtu tāito sadāi tomāẏ ghire hachchhi āmi bhītu kaṣhṭ āmār bhālobāsār kām̐thā nā hale ki tomāẏ cheẏe petām śhudhu byathā ichchhe karle nite pāro āmār deẏā nām er badle nāibā dile bhālobāsār dām| meghe meghe kāṭlo yakhan belā takhan dekhi chāridike tomār abhelā sūry yakhan kapāl jur̤e ṭip bhālobāsā bandī śhibir dūrer nijhum dbīp| chhoṭṭ jīban yakhan chhil biśhāl tumi se to bheṅechhile āmār maner deẏāl hṛdaẏ yakhan hārāẏ sukher balaẏ chāoẏā pāoẏār hiseb kaṣhā śhudhui byarth samaẏ|