Title (Indic)সাত ভাই চম্পা WorkSaat Bhai Champa Year1978 LanguageBengali Credits Role Artist Music Salil Chowdhury Performer Lata Mangeshkar LyricsBengaliসাত ভাই চম্পা জাগরে জাগরে ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে একটি পারুল বোন আমি তোমার আমি সকাল সাঝে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সাড়া গো সাড়া।। (ও) ও সাত ভাই চম্পা গো রাজার কুমার কোথায় পংখীরাজ ঘোড়া তোমার তলোয়ার। আজো রাজার বেশে ঘোরে ছদ্ধবেশে ডাইনী সর্বনাশী রাক্ষসীরা আবার।। আর রাজবাড়ি সাত রানী মায়ের ঘরে ফিরে যাব না যাব না যাব না রে। ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে।। Englishsāt bhāi champā jāgre jāgre ghum ghum thāke nā ghumera̮i ghore ekṭi pārul bon āmi tomār āmi sakāl sājhe śhat kājer mājhe tomāẏ ḍeke ḍeke sārā dāo sār̤ā go sār̤ā|| (o) o sāt bhāi champā go rājār kumār kothāẏ paṁkhīrāj ghor̤ā tomār taloẏār| ājo rājār beśhe ghore chhaddhabeśhe ḍāinī sarbanāśhī rākṣhasīrā ābār|| ār rājbār̤i sāt rānī māẏer ghare phire yāb nā yāb nā yāb nā re| ghare kṣhudhār jbālā, pathe yauban jbālā rājār kumār ār āse nā ghor̤āẏ char̤e||