কিছু কথা বলেছি তোমায়
কিছু রেখেছি গোপন
কিছু ব্যাথা দেখেছো তুমি
কিছুটা একান্ত আপন
কিছু সপ্ন হাওয়ায় ওড়ে
কিছু নিজের কাছে
কিছু চাওয়া ভীষণ পোড়ে
কিছু বুকের মাঝে
সব কিছু পেয়ে গেলে পার ভুলে যেতে
কিছু ভালবেসেছি তাই কিছু রেখেছি হাতে
সব কিছু পেয়ে গেলে পার ভুলে যেতে
কিছু ভালবেসেছি তাই কিছু রেখেছি হাতে
কিছু কিছু দেইনি বলে রেখোনা অভিমান
যে টুকু তুমি পাওনি যেনো
সেটুকুই মনের টান
কত কিছু বদলে যাবে সময়ের এই নিয়মে
এই কিছুটা থাক না তোলা আগামীর কোন খামে
সব কিছু পেয়ে গেলে পার ভুলে যেতে
কিছু ভালবেসেছি তাই কিছু রেখেছি হাতে
সব কিছু পেয়ে গেলে পার ভুলে যেতে
কিছু ভালবেসেছি তাই কিছু রেখেছি হাতে