Title (Indic)স্বপ্নে আকা ছবি WorkPrateekshaa Year1994 LanguageBengali Credits Role Artist Music Aashraaph baabu Performer Arbit Writer Aashraaph baabu LyricsBengaliস্বপ্নে আকা ছবি বহে নিরবধি নিলীমায় মন বলেছে সে দোলা দিয়ে যায় আমার হৃদয় যেনো তোমাকে যে চায় যেওনা তুমি অজানায় দৃষ্টির সীমানাতে এসেছো যে তুমি তাই খুজে পেয়েছি তোমায় জোছনার আলো বুকে রেখেছো যে ধরে তাই বুঝি চাদ হেরে যায় (২) আমিও হেরে যাবো তুমি না এলে যেওনা তুমি অজানায় অন্তবিহীন পথ শুধু হেটে চলা মিশে আছে নীরবতায় জমে আছে হৃদয়ের ও না বলা কথা বল বো ডেকে যে তোমায় (২) সেই তুমি এসে কাছে দুরে চলে যাও যেওনা তুমি অজানায় Englishsbapne ākā chhabi bahe nirabdhi nilīmāẏ man balechhe se dolā diẏe yāẏ āmār hṛdaẏ yeno tomāke ye chāẏ yeonā tumi ajānāẏ dṛṣhṭir sīmānāte esechho ye tumi tāi khuje peẏechhi tomāẏ jochhnār ālo buke rekhechho ye dhare tāi bujhi chād here yāẏ (2) āmio here yābo tumi nā ele yeonā tumi ajānāẏ antabihīn path śhudhu heṭe chalā miśhe āchhe nīrabatāẏ jame āchhe hṛdaẏer o nā balā kathā bal bo ḍeke ye tomāẏ (2) sei tumi ese kāchhe dure chale yāo yeonā tumi ajānāẏ