Title (Indic)পুর্ণিমা চাঁদ WorkPrateekshaa Year1992 LanguageBengali Credits Role Artist Music Aashraaph baabu Performer Arbit Writer Aashraaph baabu LyricsBengaliপুর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় এলে তুমি এ সময়ে নিমেষে আধার কালো মাধবীর তারা ফোটে তোমার চোখে ময়ুরীর মায়া যেনো জড়িয়ে থাকে। তরী হয়ে জোছনায় হৃদয়েতে ভাসো পুর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় কবিতার যত কথা তোমার ঠোটে বনলতা ওই চোখে আবির মেখে। এলে যদি অনুভবে মন জুড়ে থেকো পুর্ণিমা চাঁদ নিভে যায় মল্লিকা ফুল ঝরে যায় Englishpurṇimā chām̐d nibhe yāẏ mallikā phul jhare yāẏ ele tumi e samaẏe nimeṣhe ādhār kālo mādhbīr tārā phoṭe tomār chokhe maẏurīr māẏā yeno jar̤iẏe thāke| tarī haẏe jochhanāẏ hṛdaẏete bhāso purṇimā chām̐d nibhe yāẏ mallikā phul jhare yāẏ kabitār yat kathā tomār ṭhoṭe banaltā oi chokhe ābir mekhe| ele yadi anubhbe man jur̤e theko purṇimā chām̐d nibhe yāẏ mallikā phul jhare yāẏ