Title (Indic)তোমার এ উপহার আমি চিরদিন WorkPinyajar LanguageBengali Credits Role Artist Performer Sabina Yasmin Performer Khandakaar phaaruk aahmed and Sabina Yasmin LyricsBengaliতোমার এ উপহার আমি চিরদিন আমি চিরদিন রেখে দিবো। দাও যদি আজ এই অধিকার জীবনে মরণে আমি তোমারই রবো।। এইদিন প্রতিদিন যেন ফিরে আসে ছায়া করে রেখো ওগো বন্ধু তোমার পাশে আমাকে তুমি ধন্য করো। আমি চিরঋণী হবো।। সেই ফুল ভুল হয়ে যায় যদি ঝরে ঝরে যাক শুধু থাক স্বপ্ন দুচোখ ভরে তোমার এ স্মৃতি বুকে নিয়ে। আমি ভালবেসে যাব।। Englishtomār e uphār āmi chirdin āmi chirdin rekhe dibo| dāo yadi āj ei adhikār jībne marṇe āmi tomāra̮i rabo|| eidin pratidin yen phire āse chhāẏā kare rekho ogo bandhu tomār pāśhe āmāke tumi dhany karo| āmi chiraṛṇī habo|| sei phul bhul haẏe yāẏ yadi jhare jhare yāk śhudhu thāk sbapn duchokh bhare tomār e smṛti buke niẏe| āmi bhālbese yāb||