Title (Indic)ডাইরির পাতাগুলো ছিড়ে ফেলেছি WorkParb LanguageBengali Credits Role Artist Music Ayub Bachchu Performer Tapan Chowdhury Writer Najrul islaam baabu LyricsBengaliডাইরির পাতাগুলো ছিড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যাথা। ভুল করে ভুলে যাওয়া হয় না আমার পুরনো স্মৃতিরা ভাসে চোখে বারেবার জানি পাব না আর ফিরে তবুও থাকবো পথ চেয়ে। ডাইরির পাতাগুলো…।। দিন যায় রাত যায় এই আমি একা তুমি ছাড়া পৃথিবীতে সবই যেন ফাকা বেঁচে আছি এই আশায় কখনও যদি ফিরে পাই। ডাইরির পাতাগুলো…।। Englishḍāirir pātāgulo chhir̤e phelechhi yekhāne likhā chhil tomār kathā pārini chhir̤te āmi maner khātā yekhāne jame āchhe hājār byāthā| bhul kare bhule yāoẏā haẏ nā āmār purno smṛtirā bhāse chokhe bārebār jāni pāb nā ār phire tabuo thākbo path cheẏe| ḍāirir pātāgulo…|| din yāẏ rāt yāẏ ei āmi ekā tumi chhār̤ā pṛthibīte saba̮i yen phākā bem̐che āchhi ei āśhāẏ kakhanao yadi phire pāi| ḍāirir pātāgulo…||