Title (Indic)আমায় তুমি ডাক দিলে কে WorkParashamni LanguageBengali Credits Role Artist Performer Shaahnaaj rahamatullaah LyricsBengaliআমায় তুমি ডাক দিলে কে ওগো অজানা এলোমেলো উতাল হলো আমার ভাবনা।। আজি বাতাস দিশেহারা তাই পাতায় পাতায় সারা। গানে গানে বলে গেল তোমার ঠিকানা এলোমেলো উতাল হলো আমার ভাবনা।। তোমার আঁখির নীল সাগরে রংধনুকের ছায়া আমার চোখে আঁকলো যেন স্বপ্ন মধুর মায়া ঐ সুদূর নীলাকাশে বলাকারা টিয়া ভাসে। মেঘে মেঘে উড়ে যেতে মেলেছে ডানা। এলোমেলো উতাল হলো আমার ভাবনা। Englishāmāẏ tumi ḍāk dile ke ogo ajānā elomelo utāl halo āmār bhābnā|| āji bātās diśhehārā tāi pātāẏ pātāẏ sārā| gāne gāne bale gel tomār ṭhikānā elomelo utāl halo āmār bhābnā|| tomār ām̐khir nīl sāgre raṁdhanuker chhāẏā āmār chokhe ām̐klo yen sbapn madhur māẏā ai sudūr nīlākāśhe balākārā ṭiẏā bhāse| meghe meghe ur̤e yete melechhe ḍānā| elomelo utāl halo āmār bhābnā|